প্রকাশিত: Thu, Mar 23, 2023 5:29 AM আপডেট: Sun, Dec 7, 2025 12:54 AM
অমৃতপাল সিংকে গ্রেপ্তারে অভিযান
যুক্তরাজ্য যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসে খালিস্তানিদের হামলা
ইমরুল শাহেদ: শনিবার বিকেলে পাঞ্জাবের জলন্ধরের কাছে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছেন খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং। বাহাত্তর ঘণ্টার বেশি কেটে গেলেও ভারতীয় পুলিশ তার সন্ধান পায়নি।
অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে পাঞ্জাব পুলিশের এই অভিযান নিয়ে ক্ষুব্ধ খালিস্তানপন্থীরা। দেশে তো বটেই, বিদেশের মাটিতেও হইচই ফেলে দিয়েছে তারা। প্রবাসী এই শিখরা ব্রিটেনের পর যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাসে হামলণা চালিয়েছে। যেসব দেশে শিখ বেশি, সেখানেই এই প্রবণতা দেখা যাচ্ছে। বিবিসি
লন্ডনে খালিস্তানিরা ভারতীয় দূতাবাস থেকে জাতীয় পতাকা নামিয়ে দেয়। সান ফ্রান্সিসকোতে খালিস্তানপন্থি জনতা ভারতীয় কনসুলেট আক্রমণ করে। কনসুলেটের বাইরের দেওয়ালে রঙ দিয়ে লেখে, ফ্রি অমৃতপাল।
ভারত ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে প্রবল প্রতিবাদ জানিয়েছে। এই ধরনের ঘটনা যাতে না হয়, তার ব্যবস্থা নিতে বলা হয়েছে। ডয়েচে ভেলে
এই পরিস্থিতিতে খালিস্তানপন্থী নেতাদের একাধিক টুইটার অ্যাকাউন্ট বন্ধ করেছে ভারত সরকার। এই তালিকায় রয়েছেন কানাডার নতুন ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমিৎ সিং, কানাডার কবি রুপি কউর এবং সমাজকর্মী গুরদীপ সিংহ সাহোতা। ইউনাইটেড শিখস নামের একটি স্বতন্ত্র সংগঠনের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। এই সময়
এদিকে অমৃতাপালকে গ্রেপ্তার করতে না পারায় সরব ভারতের গণমাধ্যম। একাধিক প্রতিবেদনে প্রশ্ন করা হয়, আশি হাজার সদস্যের বিশাল বাহিনী নিয়েও পাঞ্জাব পুলিশ কেন এখনও অমৃতপাল সিংকে ধরতে পারছে না?
একই প্রশ্নে মঙ্গলবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সরকারের কড়া সমালোচনা করেছে। এর আগে পুলিশের তরফে আদালতকে জানানো হয়, গত শনিবার থেকেই অমৃতপাল সিংকে ধরার জন্য বিশাল সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যেই ওই নেতার ১২০ জন সঙ্গী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
আড়াই বছর আগে ভারতে ব্যাপক কৃষক আন্দোলনের সময় যেমন বিশ্বের বিভিন্ন প্রান্তে শিখ সংগঠনগুলো ভারতের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল এখন আবার যেন অনেকটা সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে